'নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি' প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন করা হয়।
সোমবার (০৯ ডিসেম্বর) সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জেলায় নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পরিচালক মো. খন্দকার আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশে ৫০ শতাংশ নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হয়। যা সারা বিশ্বে নারী নির্যাতনের দিক থেকে চতুর্থ সর্বোচ্চ। নারীর প্রতি নির্যাতন ও ও সহিংসতা বন্ধ করতে গেলে নারীকে সুশিক্ষিত করতে হবে। সকল ধরনের অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। নারীদের পরিবারে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে। নারী-পুরুষ একে অপরকে ছাড়া সফল হতে পারে না।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদ, ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর বরিশাল জেলার পাঁচ জন নারীকে পাঁচ ক্যাটেগরিতে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়। অর্থনৈতিক ক্যাটেগরিতে নুসরাত জাহান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটেগরিতে মোছাঃ শাবনাজ পারভিন, সফল জননী ক্যাটেগরিতে রাজিয়া বেগম, নির্যাতন উপেক্ষা করে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটেগরিতে রিফা খানম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটেগরিতে উম্মে সুমাইয়াকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
এআই