দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের ওপর ভ্রমণ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিচার মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছে। দেশের রাজনীতিতে সামরিক আইন জারির ঘটনাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
বিচার মন্ত্রণালয়ের ইমিগ্রেশন সার্ভিস কমিশনার বে সাং-আপ জানিয়েছেন, প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে প্রেক্ষাপট হিসেবে একটি সংসদীয় শুনানি উঠে আসে, যেখানে এক পার্লামেন্ট সদস্য প্রেসিডেন্টকে সামরিক আইন ঘোষণার পর বিদ্রোহের নেতৃত্ব দেয়ার অভিযোগ এনেছিলেন।
এদিকে, ৩ ডিসেম্বর, মঙ্গলবার, প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন। টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এই সিদ্ধান্ত জানান, যার ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনায় পৌঁছায়। ১৯৮০-এর দশকের পর এমন রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ কোরিয়ায় দেখা যায়নি। যদিও সামরিক আইন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন।
এই পরিস্থিতির পর, দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এবং ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।
এসএফ