এক মাস আগে শরীয়তপুরের একটি গ্রামীণ সড়কের পাশে দশটি ব্যাগভর্তি ককটেল উদ্ধারের ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এ মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।
পুলিশ সূত্রে জানা যায়, গত নভেম্বর মাসের ১১ তারিখ ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে ১০ টি কালো ব্যাগভর্তি ১২৩ টি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে। এ মামলার সন্দেহভাজন আসামী হিসেবে রোববার দুপুর ১ টার দিকে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে ডামুড্যা ও পালং মডেল থানার পুলিশ। গ্রেপ্তারের পর বাচ্চু বেপারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ধানকাঠি এলাকায় ১২৩ টি ককটেল পাওয়া গিয়েছিল। এঘটনার মামলার সন্দেহভাজন আসামী হিসেবে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছিল। তার বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
এফএস