এইমাত্র
  • আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করলো আইসিসি
  • মহান বিজয় দিবস আজ
  • গ্রেপ্তার অভিযান জোরদার করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • সাবেক এমপি নদভী আটক
  • শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে ২ জেলায়
  • অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো ২০২৫ সালের হজ নিবন্ধন
  • বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে: রাষ্ট্রপতি
  • 'খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা'
  • পরিবারকল্যাণ পরিদর্শিকার মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়ার আদেশ
  • বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩১ | ১৬ ডিসেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চর্চার বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পিএম
    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পিএম

    লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চর্চার বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পিএম

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কতিপয় শিক্ষার্থীদের দ্বারা ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির চর্চা ও বিভ্রান্তি মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

    রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে তাঁরা। এ সময় "ক্যাম্পাসে রাজনীতি চলবে না চলবে না, হল দখল মারামারি মানি না মানবো না, ক্যাম্পাসে রাজনীতি কেনো! প্রশাসন জবাব চাই" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

    জানা যায়, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চিত্রপ্রদর্শনীর আয়োজন করে যবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা। তবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় দলীয় ব্যানারে এমন কর্মসূচিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। একপর্যায়ে এমন ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

    সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জুলাই ২৪ বিপ্লবের ৯ দফার (পরবর্তীতে ১ দফা) অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয় গুলোতে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থাকবে না। গত কয়েকদিনে যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদল সফলভাবে দুইটি প্রোগ্রাম সম্পন্ন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিক। আজ আমাদের বিক্ষোভ মিছিল কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে নয়। কোনো রাজনৈতিক দল রাজনীতি করবে স্বাভাবিক কিন্তু ক্যাম্পাস ভিত্তিক ছাত্ররাজনীতি আমরা চাই না। এক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্য থেকে ক্যাম্পাসে ছাত্র সংসদ গঠন হতে পারে উৎকৃষ্ট সমাধান।

    এদিকে ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আমজাদ হোসেন ড. ইঞ্জিনিয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল প্রকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই রাজনীতি নিয়ে আসার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

    প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আহসান হাবীব শান, আবু সাইদ, সজিব বৈদ্য, আলিফ, জসিম, রাতুল, ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…