এইমাত্র
  • বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • ড. ইউনূসকে পাকিস্তান সফরে শাহবাজ শরিফের আমন্ত্রণ
  • অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে চিকিৎসা করে যাচ্ছেন: ডা. রফিক
  • বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি
  • কোণঠাসা জ্যোতিকা জ্যোতি, বাড়ি ছাড়তে বাধ্য করলেন বাড়িওয়ালা
  • অবশেষে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বাড়ছে কর্মযজ্ঞ

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বাড়ছে কর্মযজ্ঞ

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

    চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ধীরে ধীরে কর্মযজ্ঞ বাড়ছে । দেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ‘বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ’ (বেপজা) ১১৩৮..৫৫ একর জমি বরাদ্দ পায়। জমি বরাদ্দ পেয়ে দ্রুত কাজ শুরু করে তারা। ইতিমধ্যে ৪১টি শিল্প প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিয়েছে বেপজা। উৎপাদনে গিয়েছে ৩টি শিল্প প্রতিষ্ঠান। উৎপাদনের অপেক্ষায় রয়েছে আরো ৩টি প্রতিষ্ঠান।

    বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে, ২০১৮ সালে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর) এক হাজার একশত পঞ্চাশ একর জমি বরাদ্দ পায় বেপজা। ওই বছরের ২৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন। ২০১৯ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেপজাকে এক হাজার একশত আটত্রিশ দশমিক পঞ্চান্ন একর জমি বুঝিয়ে দেওয়া হয়।

    বরাদ্দকৃত জমিতে পাঁচশত ৩৯টি প্লট তৈরি করা হয়। চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠানকে দুইশত ৪৪টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। ৪১টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান উৎপাদনে গিয়েছে। এগুলো হলোঃ খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেড, কেপিএসপি সুজ বাংলাদেশ, ও পেংকুইন। এই ৩টি প্রতিষ্ঠানে প্রায় ২ হাজার ৫০০ লোকের কর্মসংস্থান হয়েছে বলে বেপজা সূত্রে জানা গেছে। এছাড়া উৎপাদনের অপেক্ষায় রয়েছে আরো ৩টি শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলোঃ মিনতা বাংলাদেশ, গুড উড ঢাকা, ইয়াংচেন বিডি। দেশে বেপজার ৯টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। তবে এগুলোর মধ্যে সবচেয়ে বড় মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকাটি। বর্তমানে মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৯শত ২৩ দশমিক ১৩ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।

    সরেজমিনে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ‘বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা’য় গিয়ে দেখা যায়, উৎপাদনে যাওয়া ৩টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে চীনা কোম্পানী খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেডে। প্রতিষ্ঠানটি নারীদের বিভিন্ন পোশাক ও ফোম উৎপাদন করে থাকে। এখানে প্রায় ২ হাজার লোক কাজ করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির অর্থনৈতিক কর্মকর্তা জামান উল্ল্যা। তিনি বলেন, আমাদের একটি ইউনিট চালু করা হয়েছে। এতে প্রায় ২ হাজার লোক কাজ করছে। ধীরে ধীরে শ্রমিক সংকট কাটতে শুরু করেছে। স্থানীয়রা বুঝতে শুরু করেছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের গুরুত্ব।

    এবিষয়ে জানতে চাইলে বেপজা’র প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, বেপজা দেশের অর্থনীতির জন্য একটি ব্রান্ড। ইতিমধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন অগ্রগতি ৮৬ শতাংশ। বেপজা ইজেড এলাকা-১ প্লট বরাদ্দ সমাপ্তির পথে। ইজেড এলাকা-২ প্লট বরাদ্দ শুরু হয়েছে। শ্রমিক প্রাপ্তিতে চ্যালেঞ্জ রয়েছে। তবুও বেজা ও বেপজার সমন্বিত উদ্যোগে চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্ঠা চলছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…