এইমাত্র
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • ড. ইউনূসকে পাকিস্তান সফরে শাহবাজ শরিফের আমন্ত্রণ
  • অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে চিকিৎসা করে যাচ্ছেন: ডা. রফিক
  • বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি
  • কোণঠাসা জ্যোতিকা জ্যোতি, বাড়ি ছাড়তে বাধ্য করলেন বাড়িওয়ালা
  • অবশেষে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত
  • মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি মামুন গ্রেফতার
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪
    বিনোদন

    কোণঠাসা জ্যোতিকা জ্যোতি, বাড়ি ছাড়তে বাধ্য করলেন বাড়িওয়ালা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

    কোণঠাসা জ্যোতিকা জ্যোতি, বাড়ি ছাড়তে বাধ্য করলেন বাড়িওয়ালা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

    একসময় আলোচিত অভিনেত্রী ও শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ জ্যোতিকা জ্যোতি এখন কোণঠাসা। বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে একের পর এক প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ হারিয়েছেন।

    চাকরিচ্যুতির পর থেকেই ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা সংকটে পড়েছেন জ্যোতি। সামাজিক অনুষ্ঠান থেকে বাদ পড়া, সিনেমায় কাজ হারানো এবং বাড়িওয়ালার হাতে একদিনের নোটিশে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার মতো ঘটনা তাকে অসহায় করে তুলেছে।

    বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে জ্যোতি তার বর্তমান পরিস্থিতির কথা জানান। তিনি লেখেন, “এক সিনেমায় কাস্টিং হয়েছিল, পরিচালক গল্প শুনিয়েছিলেন, জানুয়ারির ১ তারিখ থেকে শুটিং। কিন্তু কয়েকদিন পর খবর পেলাম আমার জায়গায় এক বিদেশি অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে।”

    তিনি আরও যোগ করেন, “ফিল্ম ফেস্টিভ্যালের দায়িত্বে থাকার কথা ছিল, কিন্তু পরে শুনলাম, সেখানে আমার উপস্থিতিও অনাকাঙ্ক্ষিত। এমনকি পরিচিতজনদের সামাজিক অনুষ্ঠানেও আমার অংশগ্রহণ নিয়ে আপত্তি তোলা হচ্ছে।”

    নিজের বাসা থেকে বের করে দেওয়ার বিষয়ে জ্যোতি লেখেন, “এপ্রিল মাসে নতুন বাসায় উঠেছিলাম। বাড়িওয়ালা প্রথমে আশ্বস্ত করেছিলেন আমার কুকুর রাখা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু আগস্টে হঠাৎ বাড়িওয়ালা বললেন, আমি যেন বাসা ছেড়ে দিই। একদিনের নোটিশে আমাকে বের করে দেওয়া হয়। আমার দুই মাসের অগ্রিম ভাড়াও ফেরত দেওয়া হয়নি।”

    এই প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তির আশা প্রকাশ করে জ্যোতি প্রশ্ন তোলেন, “এগুলো আসলে কী? ঠিক বুঝে উঠতে পারছি না! এসব পোহাতে হবে কতদিন?”

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…