দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনের ঝলমলে মিষ্টি রোদে কমেছে দিনে বেলায় শীতের তীব্রতা। গত ৩ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের ঘরে বিরাজ করছে৷
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। সকাল থেকে সূর্য ওঠায় সকালের মিষ্টি রোদে আগের যে কনকনে শীতের অনুভূতিটা ছিল তা অনেকাংশে কমেছে। গত কাল তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গত কয়েকদিন থেকে দিনের তাপমাত্রা বেশি থাকায় এই অঞ্চলে শীতের তীব্রতা বেশ কমেছে। গত কয়েকদিন থেকে ঘন কুয়াশারও দেখা মিলছে না আগের মতো। তবে সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল বাতাস বইতে শুরু করে। কয়েকদিন থেকেই সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা বিরাজ করছে৷
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এইচএ