জয়পুরহাটে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মারুফ হোসেন (২২) একজন নিহত হয়েছে। এসময় আপেল হোসেন (২১) নামে একজন আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভাদসা ইউপির জয়পুরহাট-বদলগাছি সড়কের পন্ডিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার কোচনাপুর গ্রামের মিন্টু হোসেনের পালিত ছেলে। আর আহত আপেল হোসেন একই ইউপির ভগবানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তারা সম্পর্কে দুই বন্ধু বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, জেলার ভাদসা বাজার থেকে মোটরসাইকেলে করে পাহাড়পুরের দিকে যাচ্ছিলেন মারুফ হোসেন ও আপেল হোসেন নামে দুই বন্ধু। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারুফ হোসেন মারা যান। গুরুতর হোন অপর বন্ধু আপেল হোসেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাসটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে বাসটি জব্দ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ন্যাশনাল ট্রাভেলস নামক বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মারুফ হোসেন নামে একজন ঘটনাস্থলে নিহত হন। আর অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। তবে বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর