এইমাত্র
  • চলতি মাসেই বিশ্বব্যাংক-এডিবি থেকে ১১০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ
  • আমার ঘর চাই না, দু'মু‌ঠো খাবার চাই
  • হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক
  • ২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকার বেশি
  • সংস্কারের রূপরেখা বহু আগেই দিয়েছিল বিএনপি: মির্জা ফখরুল
  • কর্মবিরতির ঘোষণা দিয়ে সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা
  • গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
  • রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা, নতুন গ্রাম দখলের দাবি মস্কোর
  • সৌদি আরবে ২০ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেফতার
  • হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি জন্য নথি পাঠিয়েছেন ট্রাইব্যুনাল
  • আজ রবিবার, ৮ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪
    জাতীয়

    হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি জন্য নথি পাঠিয়েছেন ট্রাইব্যুনাল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম

    হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি জন্য নথি পাঠিয়েছেন ট্রাইব্যুনাল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশ এখনো দেখানো হয়নি। রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার।

    এর আগে, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

    পরে ১২ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে।

    এদিকে জানা গেছে, শুধু শেখ হাসিনাই নয়, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদের মতো দেশত্যাগ করে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বেশ কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে যাচ্ছে প্রসিকিউশন।

    প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

    ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন, শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আ ক ম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দার, সাবেকডিএমপি হাবিবুর রহমান, সাবেক র‌্যাব ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী,বিচারপতি মানিক, ড. জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামসহ ৪৬ জন।


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…