চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ৪০ দিন জামাতে নামায আদায় করায় পুরষ্কার পেল ৪ তরুণ।
শনিবার (২১ ডিসেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতীব মাওলানা নুরুল আলম তৌহিদী।
উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর জামে মসজিদের তরুণ মুসল্লীদের জন্য এ আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ। পুরস্কার পাওয়না তরুনেরা হলেন- রহমতুল্লাহ (জিশান), সাজিদ চৌধুরী, তানবীর তাসিব ও সাজিদুল ইসলাম।
হাফেজ মাওলানা আবুল কাশেম ও তাঁর সহকারী আবু সুফিয়ানের আয়োজনে পুরষ্কার হিসেবে প্রদান করা হয় ১ম পুরস্কার ৫ হাজার টাকা (২ জন ১০ হাজার), ২য় পুরস্কার ৩ হাজার টাকা ও ৩য় পুরস্কার ২ হাজার টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের খতীববৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। এমন উদ্যোগের কারণে তরুণ ও যু্বকেরা মসজিদমুখী হবে। যারা এমন আয়োজন করছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।
এআই