টঙ্গী ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লিদের ওপর সাদপন্থীদের বর্বর হামলা ও হত্যার বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পৌর এলাকায় মডেল মসজিদ চত্বর সড়কে তাবলীগ জামাত ও তাওহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা তাবলীগ জামাতের ও মানববন্ধন কর্মসূচির আহবায়ক হাফেজ মাওলানা মো. শহিদুল্লাহ, মুফতি মাওলানা হাবিবুর রহমান, জাহিদ হাসান, মুফতি মোখলেছুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবুবক্কর সিদ্দিক, মাওলানা নাজমুল হুদা প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘খুনি ও সন্ত্রাসী বাহিনী সাদপন্থীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচার করতে হবে। এর পাশাপাশি সাদপন্থীদের বয়কটসহ মসজিদে মসজিদে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে এবং আন্দোলনকারীদের ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। পরে আন্দোলনকারীরা বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় স্মারকলিপি প্রদান করেন।
এআই