বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর শশীলজ এলাকায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আগামী ২ বছরের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিতে সভাপতি পদে মনোনীত হন মো: আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন মো: মিজানুর রহমান (শাকিল)। উক্ত কমিটিকে আগামী জানুয়ারী মাসের ১৫ তারিখের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় পরিষদ।
এর আগে, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক মো. নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের আহবায়ক এ.কে.এম. শফিউল আজম, কেন্দ্রীয় পরিষদের সমন্বয়ক আপেল মাহমুদসহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
এআই