সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নকে চাপা দেওয়া ট্রাকচালক বেলাল হোসেন সুমন (৩৫) ও তার সহকারী ফরহাদকে (২০) ধরে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে দ্রুতগতির একটি ট্রাক নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গণপূর্ত অধিদফতরের সামনে জনতা তাদের আটক করে। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রাতে ট্রাক চালক সুমন ও সহকারী ফরহাদে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনে ফায়ার সাইলেন বেজে উঠে। তাৎক্ষণিক প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আগুন নেভাতে আসেন দায়িত্বে থাকা নয়নসহ ১০ ফায়ার ফাইটার। তারা বাসে করে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে সচিবালয়ে আসেন। ওসমানী মিলনায়তনের সামনে থেকে ফায়ার সার্ভিসের পাম্প থেকে ডেলিভারি হোস বা পানির পাইপ খুলে সচিবালয়ে নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয় নয়নকে। গুরুতর আহত হওয়ায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাজিব বলেন, আমরা গত রাতে একসঙ্গে খাবার খেয়েছি। একসঙ্গে ভলিবলও খেলেছি। সম্ভবত রাত ২টা ৪০ মিনিটে সাইরেন বেজে উঠে। তাৎক্ষণিক ড্রাইভার ১০ জন সদস্য নিয়ে মিনিবাসে করে এখানে আসেন। আমরা ১০ মিনিট পরে আসি।