এইমাত্র
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ
  • সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
  • ভাঙছে ইন্ডিয়া জোট!
  • স্বর্ণ চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে উড়োজাহাজ জব্দ
  • ওমরাহ পালনকারীদের জন্য সু-সংবাদ দিলো সৌদি আরব
  • ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
  • সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
  • কনস্টাসকে ধাক্কা দিয়ে সাসপেন্ড হতে পারেন কোহলি
  • সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন
  • কুর্দি যোদ্ধাদের কবর রচনার হুঁশিয়ারি এরদোগানের
  • আজ শুক্রবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    আশুলিয়ায় মাছ বাজারে রঙিন লাইটের প্রতারণা

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

    আশুলিয়ায় মাছ বাজারে রঙিন লাইটের প্রতারণা

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

    আশুলিয়ার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা মাছের ডালার ওপর রঙিন লাইট ব্যবহার করে ক্রেতাদের প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছেন। এসব রঙিন লাইটের আলোর ঝলকানিতে বিভিন্ন জাতের মাছকে তাৎক্ষণিক দেখে তাজা মনে হয়। তবে বাসায় গিয়ে দেখা যায় বাজারে যেমন দেখেছেন ঠিক তেমন নয়।

    শনিবার (২১ ডিসেম্বর) সরেজমিনে পল্লীবিদ্যুৎ বাজার, বাইপাইল বাজার, জামগড়া বাজারসহ আশুলিয়ার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে দিনে হলুদ লাইট আর রাতে বিভিন্ন রঙের লাইট ব্যবহার করছে মাছ বিক্রেতারা।

    মাছ ক্রেতারা বলছেন, দুইদিন বা এক সপ্তাহ আগের ফ্রিজের মরা মাছ বা পঁচা মাছ বিক্রির জন্য এসব বিভিন্ন রঙিন লাইট ব্যবহার করা হয়। রঙিন লাইট ব্যবহারের কারণ হলো মাছকে দেখতে সতেজ ও তাজা মনে হয়। এজন্য বার বার প্রতারণার শিকার হতে হয় ক্রেতাদের।

    তবে মাছ বিক্রেতারা প্রতারণার অভিযোগ অস্বীকার করে তারা বলছেন, বাসি মাছকে তাজা দেখানোর জন্য নয়, বরং মাছের ওপর রঙিন বাল্বের আলো দেখতে সুন্দর লাগে তাই এসব বাল্ব ব্যবহার করেন।

    পল্লীবিদ্যুৎ বাজারের মাছ কিনতে এসেছেন আসাদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, আজকের মাছ বলে কয়েকদিন আগের মাছ বিক্রি করে ফেলেন ব্যবসায়ীরা। এর জন্য তারা হলুদ লাইট ব্যবহার করেন। হলুদ লাইট ব্যবহার করলে মাছকে দেখতে তরতাজা লাগে। তখনই মানুষ ধোঁকা খায়।বাসায় যাওয়ার পরে বোঝা যায় ব্যবসায়ী আমাদেরকে ঠকাচ্ছেন।

    জামগড়া বাজারে মাছ কিনতে আসা মাসুদ হোসেন বলেন, দিনে হলুদ লাইট আর রাতে বিভিন্ন রঙের লাইট ব্যবহার করছেন মাছ বিক্রেতারা। ফলে মাছ ভালো, না খারাপ বুঝতে কষ্ট হয়। বেশিরভাগ সময়ই পঁচা মাছ কিনে বাড়ি ফিরতে হয়।

    একই সুরে কথা বলেন কাঠগড়া বাজারের মাছ ক্রেতা সুমনা খাতুন। তিনি বলেন, রঙিন লাইটের কারণে তাজা মাছ ভেবে আমার মতো শত শত ক্রেতারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছি। আমি অনেকবার প্রতারিত হয়েছি। তাই এখন দেখেশুনে মাছ কিনবো।

    সব অভিযোগ অস্বীকার করে পল্লীবিদ্যুৎ বাজারের এক মাছ বিক্রেতা বলেন, আমরা কোনো ধরনের পঁচা মাছ বিক্রি করি না। আমরা রঙিনের মধ্যে হলুদ লাইট ব্যবহার করি। তবে হলুদ লাইট ব্যবহার করলে মরা আর তাজা মাছ বুঝা যায় না ব্যাপারটা এমন না। মরা ও তাজা মাছের পার্থক্য করা যায়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, আমরা রঙিন লাইট নিয়ে কাজ করে যাচ্ছি। যাতে সাধারণ মানুষ নতুন করে আর প্রতারণার শিকার না হয়।মাছ ব্যবসায়ীদের কাছে আমার অনুরোধ রইলো রঙিন লাইট ব্যবহার না করার।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…