এইমাত্র
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ
  • সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
  • ভাঙছে ইন্ডিয়া জোট!
  • স্বর্ণ চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে উড়োজাহাজ জব্দ
  • ওমরাহ পালনকারীদের জন্য সু-সংবাদ দিলো সৌদি আরব
  • ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
  • সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
  • কনস্টাসকে ধাক্কা দিয়ে সাসপেন্ড হতে পারেন কোহলি
  • সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন
  • কুর্দি যোদ্ধাদের কবর রচনার হুঁশিয়ারি এরদোগানের
  • আজ শুক্রবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ময়মনসিংহে ট্রাক চাপায় একই পরিবারের ৪ জন নিহত

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

    ময়মনসিংহে ট্রাক চাপায় একই পরিবারের ৪ জন নিহত

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

    ময়মনসিংহে ট্রাক চাপায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ জন।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চার জন একই পরিবারের সদস্য।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুর রশিদ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভোর ৩টার দিকে নেত্রকোণার শিমুলকান্দির উদ্দেশ্যে রওনা হন। এরপর ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজি ভাড়া করেন তারা। সিএনজিটি ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

    পরে আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

    নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), রফিকুল ইসলামের স্ত্রী লাভনী আক্তার (১৮) একই উপজেলার সাতপুড়িকান্দা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬৫) ও তার স্ত্রী বকুল বেগম (৬০)। অটোরিকশাচালক অন্তর মিয়া (২১) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এর মধ্যে নিহত আব্দুর রশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন।

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত জানান, এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

    এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…