জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সরকারি গুরুদয়াল কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আন্ত:ক্যাডার নিরসন পরিষদ ও বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কিশোরগঞ্জ এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) কিশোরগঞ্জের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা কৃষি ভান্ডারের বীজ প্রত্যয়ন অফিসার তৌফিক আহমেদ খান, কিশোরগঞ্জ বিসিএস শিক্ষা ক্যাডার এসোসিয়েশনের সম্পাদক গোলাম রাব্বানী, বিসিএস সাধারণ শিক্ষা গুরুদয়াল সরকারি কলেজের সহ-সভাপতি প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, সরকারি মহিলা কলেজের মো. মনির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সকল ক্যাডারে সমান প্রাপ্তি নিশ্চিত করতে হবে বলে দাবি জানান।
মানববন্ধন পরিচালনা করেন সহকারী অধ্যাপক ও বিসিএস জেনারেল এসোসিয়েশন, গুরুদয়াল কলেজ শাখার সম্পাদক মো. আল আমিন।
এআই