মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফেজ নুরুল্লা সরদার নামের এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার নতুন বাসস্টান্ডের পাশে ৯নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল্লা সরদার তারতীলুল কুরান হিফজ মাদ্রসার শিক্ষক ছিলেন। তিনি বরিশাল জেলার আগোলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদ্রাসা ক্লাশ শেষে সদর উপজেলার ভাড়া বাসা কালিরবাজার এলাকায় বাহির হইলে উল্ট দিকে থেকে আসা একটি ইজিবাইক ধাক্কা দিলে রাস্তা পাশে থাকা আইলেনর সাথে সজরে ধাক্কা লাগে এতে মাথায় আঘাত লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যর সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ মামুন বলেন, মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট না থাকার কারণে মাথায় আঘাত পাওয়ার কারনে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এআই