জনপ্রিয় মারাঠা অভিনেত্রীর গাড়ির নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রাস্তার পাশে মেট্রো স্টেশনের কাজ করতে ছিলেন ওই শ্রমিক। গাড়ির নিচে দুইজন শ্রমিক চাপা পড়লে ঘটনাস্থালেই একজন মারা যান। অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। ভারতের মুম্বাইয়ের কান্দিভালিতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে শুটিং সেরে ফিরছিলেন মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারি। এ সময় গাড়ি চালাচ্ছিলেন তার চালক। পয়সার মেট্রো স্টেশনের কাছে মেট্রোর কাজ চলছিল। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারালে মেট্রো স্টেশনের নির্মাণশ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক।
জানা গেছে, ওই অভিনেত্রী ও তার গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন।
সূত্র জানায়, গাড়িটি দ্রুতগতিতে আসছিল। চালকের গাফিলতিতেই এ ঘটনা ঘটে। ওই অভিনেত্রীও গুরুতর আহত হতেন, সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে যাওয়ায় রক্ষা পান তিনি। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মারাঠি সিনেমা জগতে বেশ জনপ্রিয় ঊর্মিলা। দুনিয়াদারি, শুভমঙ্গল সাবধান, তি সাধ্যা কায় কারতে-র মতো সিনেমাতে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনেও পরিচিত মুখ তিনি। প্রায় ১২ বছর ফের ছোটপর্দায় অভিনয় করতে ফিরেছেন ঊর্মিলা। তার স্বামী আদ্দিনাথ কোঠারি অভিনেতা এবং পরিচালক।
এফএস