রাজধানীর পুরান ঢাকার শাঁখারিবাজারে অভিযান চালিয়ে ১৮ কেজি আতশবাজিসহ একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সন্জিত ধর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোতোয়ালি থানাধীন শাঁখারিবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে কোতোয়ালি থানার অফিসার ফোর্স কর্তৃক আসামি সন্জিত ধরকে বিভিন্ন ধরনের আতশবাজি (পটকা, তারাবাতি, ক্র্যাকারস, ঝরনা বাতি, চকলেট বোম, রকেট বোম, ইত্যাদি) সহ মোট ১৮ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক উপাদানাবলী উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রাজধানীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন শিকদার বলেন, আসন্ন থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষে ডিএমপি কমিশনার স্যারের নির্দেশক্রমে এবং লালবাগ ডিসি স্যারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হচ্ছে এবং অব্যাহত থাকবে।