নতুন বছরে দর্শক মাতাতে আসছে বেশ কিছু নতুন সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি তারকাবহুল সিনেমা। আলোচিত সিনেমাগুলোতে অভিনয় করেছেন ঢালিউডের প্রথম সারির তারকারা। নতুন বছরে মুক্তি পেতে যাওয়া কিছু সিনেমা নিয়ে আজকের আয়োজন-
দাগি
'সুড়ঙ্গ' সিনেমার পর আবার আফরান নিশো ও তমা মির্জার জুটি দেখা যাবে 'দাগি' সিনেমায়। রোমান্স, ড্রামা ও অ্যাকশনের মিশেলে পরিচালক শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। নিশোর নতুন সিনেমা নিয়ে তার অনুরাগীরা বেশ সরব। প্রচার-প্রচারণায় শুরু থেকেই এগিয়ে রয়েছে সিনেমাটি।
বরবাদ
বরবাদ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি গড়তে দেখা যাবে শাকিব খান ও ইধিকা পালকে। সিনেমায় চমক হিসেবে থাকবে যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। ২০২৫ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ঢালিউড কিং শাকিব খানের সিনেমা মানেই শাকিবিয়ানদের কাছে অন্যরকম ভালোলাগার খবর। এই সিনেমার শুটিং শুরু থেকে এখন পর্যন্ত বেশ আলোচনায় রয়েছে।
পিনিক
'পিনিক' সিনেমার মাধ্যমে প্রথমবার খলচরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে। অ্যাকশন, সাস্পেন্স ও থ্রিলারধর্মী এ সিনেমা নিয়ে সংশ্লিষ্ট সবাই খুব আশাবাদী। এ বছর বুবলীর সিনেমা তেমন ভালো সাড়া না ফেললেও আগামী বছরে নতুন সিনেমা নিয়ে আশাবাদী তার অনুরাগীরা।
নীলচক্র
ক্রাইম ঘরানার এ সিনেমায় আরিফিন শুভ-এর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এই সিনেমার মূল আকর্ষণ হিসেবে রয়েছে সংগীতশিল্পী বালাম। প্রথমবার তাকে সিনেমায় দেখতে পাবেন দর্শকরা। নীলচক্রে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী উর্বী, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ানসহ আরো অনেকে।