ডাকাতির প্রস্তুতিকালে যশোরের চৌগাছা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তারা আটক হয়। এসময় আটককৃতদের কাছ থেকে দু' টি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
বাকি ৩ জন হলেন যশোর সদরের চুড়ামনকাটির ছাতিয়ানতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহামেদ পান্না, নতুন খয়েরতলার মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান ও চৌগাছা উপজেলার আফরা গ্রামের আবুল খায়েরের ছেলে রকি বিশ্বাস। গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সোমবার (৩০ ডিসেম্বর) প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করে ডিবি পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ধৃতদের নামে যশোর কোতোয়ালি মডেল থানায় দুইটি মামলা হয়েছে। এরমধ্যে একটি অস্ত্র আইনে ও আরেকটি ডাকাতির প্রস্তুতি মামলা। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ছিনতাই, অপহরণ, মাদকসহ একাধিক মামলা রয়েছে। আটকের রাতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিক জানান, আটককৃতরা ডাকাত সিন্ডিকেটের সাথে জড়িত। সিন্ডিকেটের গডফাদার ও অন্যান্য সদস্যদের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত ৪ জনের মধ্যে কাউন্সিলর মোস্তফা ও মিজানুর রহমান অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য।
এর আগে, ২০২২ সালে চোরাচালানের সোনা ডাকাতিকালে র্যাব-৬ এর হাতে কাউন্সিলর মোস্তফাসহ তার সহযোগিরা আটক হয়েছিলেন। পরে জামিনে বেরিয়ে এসে সোনা ছিনতাইয়ের জন্য সিন্ডিকেট গঠন করে ৷ এদিকে প্রবাস থেকে ফিরে সিন্ডিকেটে যোগদান করে পান্না। তারা পুলিশ সেজেও বিভিন্ন জায়গা থেকে সোনা ছিনতাই শুরু করে। শার্শা, বেনাপোল, চৌগাছা, যশোর সদরের আব্দুলপুর,চুড়ামনকাটিসহ বিভিন্ন এলাকায় তাদের সোনা ছিনতাই সিন্ডিকেটের সদস্য রয়েছে। এবার কাউন্সিল গোলাম মোস্তফাসহ তার সহযোগিরা ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রগুলিসহ আটক হয়েছে। পুলিশ আটককৃতদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তাদের অপরাধের আরও তথ্য বেরিয়ে আসতে পারে।