টাঙ্গাইলের ভূঞাপুরে শীত নিবারণের জন্য রাতের বেলায় শহরের বিভিন্ন রাস্তায় শুয়ে থাকা দিনমজুর ও ফুটপাতে বসবাসকারী এবং ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন।
বৃহষ্পতিবার (২জানুয়ারি)সন্ধা ৭টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত, উপজেলার ভূঞাপুর বাসষ্টান্ড, কাঁচা বাজার, গনেশ মোড়, গোবিন্দাসী টি মোড়, ফেরিঘাট এলাকায় ঘুরে ঘুরে তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
জানা যায়, দেশের উত্তরাঞ্চল থেকে শতশত দিনমজুর কাজের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন স্থানে এসেছে। সারাদিন কাজ শেষে তারা বিভিন্ন রাস্তা, অফিস ও মার্কেটের বারান্দায় উন্মুক্ত স্থানে ঘুমায়।
শীতের রাতে তাদের কষ্টের কথা ভেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা:পপি খাতুন বৃহষ্পতিবার রাতে কম্বল নিয়ে হাজির হন তাদের কাছে। তারা উপজেলা ভবনের বারান্দা সহ উন্মুক্ত স্থানে শুয়ে থাকা প্রায় ৩ শত দিনমজুর এবং ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় যুগান্তর পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল এবং অফিস সহকারী সবুজ খন্দকার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন সময়ের কণ্ঠস্বর কে জানান, শীতার্ত মানুষের জন্য সরকার থেকে যে বরাদ্দ আছে সেগুলোই আমরা বিতরণ করছি ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে। আমরা আরো বিতরণ করবো। উপজেলার জন্য যেটা বরাদ্দ সেটা আমরা এখনো হাতে পাইনি। হাতে পেলে আমরা ব্যাপক আকারে দিতে পারবো। শীতার্তদের কম্বল দিতে পেরে মনে অনেক স্বস্তি পেয়েছি। এই মানবিক কাজ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
পিএম