এইমাত্র
  • সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’
  • বডি শেমিংয়ের কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন দিঘী
  • অবশেষে মুক্তি পাচ্ছে রোশান-রিয়েলীর 'মেকআপ'
  • ডিবির হারুন ও তাঁর ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ
  • ঢাকা-১০ আসনের সাবেক এমপি গ্রেফতার
  • জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি
  • অবশেষে দীর্ঘ ৭ বছর পর দেখা হলো মা-ছেলের
  • রায়েরবাজারে পরিত্যক্ত ২৯ রাউন্ড গুলি উদ্ধার
  • বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ
  • গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় প্রবাসীর মৃত্যু
  • আজ বুধবার, ২৫ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    খানসামায় ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

    খানসামায় ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

    দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেত থেকে আনিছা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

    মঙ্গলবার (০৭ জানুয়ারি) উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইলিয়াস হাজিপাড়ার পূর্ব পাশে শফিকুল ইসলাম (বাইদুল) এর ভুট্টা ক্ষেত থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

    আনিছা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবলিয়া গ্রামের দোলাপাড়া এলাকার মো. মাহফুজ আলমের স্ত্রী এবং একই ইউনিয়নের ইলিয়াস হাজিপাড়া গ্রামের মৃত আলম উদ্দীনের মেয়ে।

    পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে যাই। এরপর লাশ উদ্ধার করি। মেয়েটি গত কয়েক মাস ধরে তার বাবার বাসায় থাকতো। স্বামীরও যাতায়াত এবং ফোনে যোগাযোগ ছিল। কিছুদিন আগে মৃত আনিছার স্বামী তার শশুর বাড়ি থেকে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে লজ্জায় সে আসে না শুধু ফোনে নিয়মিত যোগাযোগ করতো।

    নিহতের চাচা মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাদের মেয়েকে জামাই হত্যা করেছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় আমাদের জামাই আমাদের বাড়িতে আসে আমরা তাকে আপ্যায়ন করি। এরপর আমাদের মেয়েকে তার পরিবারের কাছে নিয়ে যায়।

    নিহতের ভাই মনিরুজ্জামান মনির বলেন, আমার বোনকে আমার দুলাভাই নিয়ে যায়। রাত ১১টায় ফোন করলে জানায় আমার (দুলাভাই) কাছে আছে। আমার স্ত্রী ভোর বেলা ফোন দিলে বলে সে (আনিছা) আমার কাছে নাই, আমি রেখে এসেছি। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

    খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত আনিছার শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্বামী পলাতক রয়েছেন। আমরা তাকে ধরার চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…