মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করেছেন প্রভাবশালী বালু ব্যবসায়ী। এতে ক্ষতির মুখে পড়ছেন এই এলাকার পদ্মা পাড়ের মানুষ। বালু উত্তোলনের কারণে নদী পাড়ের বিভিন্ন এলাকায় দিনের পর দিন নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ঘর। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন হলেও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু বলছেন না। পদ্মা নদীর অসংখ্য স্থান থেকে একযোগে চলছে অবৈধ বালু বাণিজ্য। আগামী দুদিনের ভেতরে অবৈধ ড্রেজার বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন উপজেলার স্থানীয় বক্তারা।
এই সময় উপস্থিত ছিলেন, কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার তোতা মিয়া হাওলাদার, লতিফ খান, মাহবুব ফকির, কালা মিয়া হাওলাদার, হিরুন চৌকিদার, মান্নান মুন্সিসহ এলাকার অসংখ্য গণ্যমান্য।
এআই