এইমাত্র
  • সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’
  • বডি শেমিংয়ের কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন দিঘী
  • অবশেষে মুক্তি পাচ্ছে রোশান-রিয়েলীর 'মেকআপ'
  • ডিবির হারুন ও তাঁর ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ
  • ঢাকা-১০ আসনের সাবেক এমপি গ্রেফতার
  • জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি
  • অবশেষে দীর্ঘ ৭ বছর পর দেখা হলো মা-ছেলের
  • রায়েরবাজারে পরিত্যক্ত ২৯ রাউন্ড গুলি উদ্ধার
  • বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ
  • গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় প্রবাসীর মৃত্যু
  • আজ বুধবার, ২৫ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫
    শিক্ষাঙ্গন

    'প্রয়োজনে আমরা আমাদের সন্তানদের জন্য জীবন দিয়ে দিব'

    আলিম খান, রাবি প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
    আলিম খান, রাবি প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

    'প্রয়োজনে আমরা আমাদের সন্তানদের জন্য জীবন দিয়ে দিব'

    আলিম খান, রাবি প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

    পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধনের পর এবার অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা।

    মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী সমিতি'র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

    অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, প্রয়োজনে আমরা আমাদের সন্তানদের জন্য জীবন দিয়ে দিব। প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তাদের উপর বন্দুকের নল ঠেকিয়ে আমাদের সুবিধা বাতিল করা হয়েছে।

    এসময় আইন বিভাগের অফিস সহায়ক শফিকুল ইসলাম সদর বলেন, রাবিতে ৫% কোটা আছে থাকবে। এর বিকল্প আমরা ভাবতে পারি না। প্রয়োজনে আমরা আমাদের সন্তানদের জন্য জীবন দিয়ে দিব। আমরা আমাদের দাবি পূরণ করেই ছাড়ব। ভিসি স্যার আমাদের বলেছেন, ‘ঐদিন যা ঘটেছিল, তা ইসরায়েলের বর্বরতাকেও হার মানায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন জিম্মির দশা হতে দেওয়া যাবে না।’

    অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য আজকের এই কর্মসূচি। এই পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীর প্রাতিষ্ঠানিক সুবিধা। বহু বছর ধরে ধারাবাহিকভাবে এই সুবিধা আমরা পাচ্ছি। শুধু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, বরং সব বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা কর্মকর্তা- কর্মচারীরা পাচ্ছে।

    তিনি আরো বলেন, আমাদের ন্যায্য সুবিধা হরণ করতে গত ২ই জানুয়ারী বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনে তালা দেয় ছাত্র নামে কিছু গুন্ডা ও বহিরাগতরা।আমাদেরকে জিম্মি করে রাখে সাড়া দিন। বের হওয়ার অনুরোধ করলে অকথ্য ভাষায় গালাগালি করে। অসুস্থ ও বৃদ্ধ কারোকে ছাড় দেয় নি তারা। প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তাদের উপর বন্দুকের নল ঠেকিয়ে বাতিল করে আমাদের সুবিধা। যা খুবই নেক্কারজনক ঘটনা। কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি, যার ফলাফল স্বরূপ আমাদের এই প্রাতিষ্ঠানিক সুবিধা রাখা দরকার। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদের ন্যায্য দাবী প্রাতিষ্ঠানিক সুবিধা যেন ফিরিয়ে দেওয়া হয়। তা নাহলে আমরা কঠিন থেকে কঠিনতর অবস্থান নিবো।

    এর আগে, সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।

    উল্লেখ্য, গত ২ মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে রাবি প্রশাসন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানের কোটা বাতিল করে কর্মচারীদের সন্তানদের জন্য ১% কোটা রাখে। তবে শিক্ষার্থীদের চাপের মুখে শেষ পর্যন্ত গত ২ জানুয়ারি পোষ্য কোটা পুরোপুরি বাতিল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…