চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দু’দিন ধরে উত্তেজনা চলছে।
এরইমধ্যে ওই সীমান্তে গতকাল ও আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে দুইদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্ত বাহিনী। ফলে উভয় বাহিনীই সীমান্তে বতর্মানে সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম্যানসল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে ৫-৬ মাস আগে। সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়।
এদিকে, সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সাথে অস্থান নিতে দেখা যায়।
এদিকে আজ সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান খাঁনসহ ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও অবস্থান করছে।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, গত ৬ জানুয়ারি সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেষে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। ফলে সোমবার বিকালে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোন সমাধান হয়নি। আজ মঙ্গলবার আবার বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নিমাণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়।
তিনি আরো জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনীই সর্তক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।
এইচএ