চুয়াডাঙ্গা জেলা সদরে চাঁদাবাজি মামলায় পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সোহেল রানাকে (৪৫) গ্রেফতার করেছে। সোহেল রানা চুয়াডাঙ্গা পৌর তিন নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ার (পুরাতন হাসপাতাল পাড়া) জামাত আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, চুয়াডাঙ্গা পৌর তিন নম্বর ওয়ার্ড এলাকার আ: লীগ নেতা জামান আলীর ইটের গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছিল সোহেল। এ ঘটনায় জামান আলীর স্ত্রী পারভীন বাদী হয়ে সোহেল রানার নামে সদর থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত শেষে সোহেলর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আসছে। সেগুলো পুলিশ খতিয়ে দেখছে।
এআই