মাগুরায় শরিফুল ইসলাম নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকালে মাগুরা-নড়াইল সড়কের বেরইল পলিতা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন থেকে বক্তারা জানায়, শরিফুলকে যারা দিনেদুপুরে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে দ্রুত গ্রেফতার না করলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি করেন বক্তারা।
নিহত শরিফুল ইসলাম ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন ও মাগুরা সদর উপজেলার বেরইল পলিতার ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবার মোল্যার ছেলে।
গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেরইল পলিতা বাজারে সেলুনের দোকান থেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এঘটনায় মামলা করেছে নিহতের পরিবার।
বেরইল পলিতা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা ও বর্তমান ইউপি মেম্বার রাজা গাজী ও তার লোকজন এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে মামলায় উল্লেখ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এআই