কিশোরগঞ্জের করিমগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় রাফসান (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু রাফসান উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী এলাকার হৃদয় মিয়ার ছেলে।
জানা যায়, গত শনিবার রাতে শিশু রাফসানের হঠাৎ জ্বর আসে। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করলে সুস্থ হয়। পরে সোমবার দুপুর থেকে পাতলা পায়খানা শুরু হয় শিশু রাফসানের। পরে শিশু রাফসানের বাবা হৃদয় মিয়া স্থানীয় মরিচখালী বাজারের পল্লী চিকিৎসক ডা. আবু হানিফ মঞ্জিলের কাছে নিয়ে গেলে তিনি একটি সিরাপ সেবনের জন্য দেন। সিরাপ সেবনের ১০ মিনিট পর রাফসানের মৃত্যু হয়।
সন্তান হারা বাবা হৃদয় মিয়ার অভিযোগ করে বলেন, এই হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পল্লী চিকিৎসক ডা. আবু হানিফ মঞ্জিলের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, পাতলা পায়খানার জন্য জক্স সিরাপ সেবনের কথা বলেছিলাম। ডায়রিয়া আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তাকে বাচাতে সবোর্চ্চ চেষ্টা করেছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. রিয়াদ সাহেদ রনির সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ডায়রিয়া আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা ওরস্যালাইন খাওয়ানো। ওরস্যালাইন না খাইয়ে তাকে জক্স সিরাপ খাওয়ানো ঠিক হয়নি।
এআই