এইমাত্র
  • যশোর হাসপাতালে প্রকাশ্যে দালাল চক্র, সহায়তার নামে প্রতারণা !
  • র‌্যাগিং এক ধরনের ফৌজদারি অপরাধ
  • বিলুপ্তির পথে কক্সবাজার সৈকতের লাল কাঁকড়া
  • মা-ছেলের আলিঙ্গন দেখে যা বললেন মিজানুর রহমান আজহারী
  • সাবেক এমপি শফিকুল গ্রেপ্তার
  • স্থানীয় নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ পরিবেশ পাবে জনগণ: ভিপি নুর
  • সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’
  • বডি শেমিংয়ের কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন দিঘী
  • অবশেষে মুক্তি পাচ্ছে রোশান-রিয়েলীর 'মেকআপ'
  • ডিবির হারুন ও তাঁর ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ
  • আজ বৃহস্পতিবার, ২৬ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    এস আই মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম
    এস আই মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম

    ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    এস আই মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম

    ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে ও আর্থিক সহযোগিতায় চরফ্যাসনে অসহায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    বুধবার (০৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।

    এসময় ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধাণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো.শাহাদাৎ হোসেন ছায়েদ এবং উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন প্রমুখ।

    এছাড়াও চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারণ সাধারণ সম্পাদক মো. সোহেল ইসলাম হাওলাদার, ফিরোজ ছৈয়াল, প্রচার সম্পাদক হাওলাদার শাহাবুদ্দিন সহ উপকারভোগী অসহায় মহিলা পুরুষ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। সে কারণে প্রবাসীদেরকে ভোটার ও ভোট প্রদান করার সুযোগ দেয়া এবং প্রবাসীদের লঞ্চঘাট সহ বিভিন্ন স্থানে হয়রানির বন্ধে দাবী জানানো হয়।

    উল্লেখ, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনটি ২০১৯ সাল থেকে চরফ্যাসনের অসহায় ও দুস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে। আগামী দিনগুলোতেও অসহায় মানুষদের মাঝে তাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…