কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে ৮ জানুয়ারি বুধবার রাত থেকেই হিমেল বাতাস বইছে। সকাল থেকেই সূর্যের আভাস নেই। মেঘলা আকাশ আর মাঝে মধ্যে বাতাসের গতি বাড়ছে। কনকনে শীতের মধ্যে ঠান্ডা বাতাসে কাঁপছে মানুষ। জরুরি কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ।
এমনই শীতের মধ্যে ফুটপাতে থাকা মানুষ গুলো রয়েছে চরম বিপাকে। ভোরে কাজে বের হয় এবং সন্ধার আগেই রেল স্টেশন, বাস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে শুয়ে বসে দিন কাটায় মানুষ। এই মানুষগুলো বিভিন্ন জেলা থেকে কাজের জন্য ছুটে আসেন। কিছুদিন কাজ করে টাকা জমিয়ে তবেই ফিরেন বাড়ি।
সরেজমিনে ঘুরে বিভিন্ন স্থানে দেখা যায়, আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারনের চেষ্টা করছেন। তীব্র শীতের সাথে কনকনে ঠান্ডা বাতাস বইছে। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। শীতবস্ত্রের অভাবে অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।
এছাড়াও উপজেলার সবগুলো বাজারে শীতবস্ত্রের দোকানে মানুষের ভীড় বেড়েছে। যাদের সামর্থ্য আছে তারা শীতের কাপড় কিনছেন৷ ফুটপাতের ভাসমান দোকানগুলোতে সাধারণ মানুষকে কেনাকাটা করতে দেখা গিয়েছে৷
পথচারী সবুজ আহমেদ বলেন,' ঠান্ডা বেড়েছে আজ৷ বাতাসে শরিল জমে যাচ্ছে। আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে৷ বৃষ্টি হলে শীতের মাত্রা বাড়বে মনে হচ্ছে৷'
কিশোরগঞ্জের নিকলী আবহাওয়া অফিসের অবজারভার মো. শিপন বলেন, 'আজকে কোথাও কোথাও হাল্কা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে৷ শীতের তীব্রতা বাড়তে পারে আগামী একসপ্তাহ৷ বর্তমানে ১৬.০ সেলসিয়াস তাপমাত্রা রয়েছে৷'
এআই