নলছিটির সুগন্ধা নদীর তীর থেকে অজ্ঞাত কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সকালে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের চর বারইকরন এলাকার সুগন্ধা নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সুগন্ধা নদীর তীরে একটি শিশুকে উপুড় হয়ে পরে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, উদ্ধার হওয়া কন্যা শিশুর মরদেহটি আনুমানিক ৫ দিন আগের হতে পারে। এখনো পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।