কক্সবাজারে উত্তর বনবিভাগের চকরিয়াসহ ফুলছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে বন্য হাতির আক্রমণে আবু ছিদ্দিক (৬৫) নামের এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছে। এসময় ইলিয়াস (৪৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়ার নরফাঁড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আবু ছিদ্দিক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুম নগর এলাকার মৃত আব্দুল গণির ছেলে। আহত ইলিয়াস ওই এলাকার মৃত আবুল হোসনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ির বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। তিনি জানান, প্রতিদিনের ন্যায় জঙ্গল কাটার শ্রমিকেরা বাগান পরিস্কারের লক্ষে জঙ্গল কাটতে যায়। যাওয়ার সময় অস্ত্রসহ আমার বিটের কয়েকজন এফজি যান। দিনে শেষে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা বাড়িতে আসার উদ্দেশ্য রওনা হয়। আসার পথে নিহত ছিদ্দিক আর ইলিয়াস সবার আগে ছিল। এমতাবস্থায় নরফাঁড়ি নামক এলাকায় পৌছলে হঠাৎ বনের ভিতরে উৎপেতে থাকা একটি বনো হাতি প্রথমে ইলিয়াসকে শোঁড় দিয়ে ধরে আচঁড়ে মারে এতে সে গুরুতর আহত হয়। পরে ছিদ্দিককে ধরে আচঁড়িয়ে মাথায় ও পায়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত শেষে হাতি সরে যেতে চাচ্ছেন। এসময় পিছন থেকে আমার অস্ত্রধারি এফজিসহ অন্য শ্রমিকেরা আসলে তখন হাতিটি চলে যায়। ঘটনাস্থল থেকে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
এরপরে রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল, মেদাকচ্ছপিয়ার বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সরকার, হেডম্যান শুক্কুর ও চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন।