দরজায় কড়া নাড়ছে বইপ্রেমী বাঙালির প্রাণের মিলন মেলা বাংলা একাডেমির একুশে বইমেলা। আর মাত্র একদিন পরই শুরু হবে অমর একুশে বইমেলা-২০২৫। এটি বাংলা ভাষার বইপ্রেমীদের মাসব্যাপী মিলনমেলাও। বরাবরের মতো এবারের মেলার স্থান সেই বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান। এই মেলাকে ঘিরে এখন কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন সংশ্লিষ্ট সবাই। ১ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায়, স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ কাজ নিয়ে চারদিকে অসম্ভব ব্যস্ততা। তবে আনন্দের বিষয় অনেক স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাঙালি, শোভা প্রকাশ, অন্বয় প্রকাশ, খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি, পড়ুয়া, তৃপ্তি প্রকাশ কুঠি, রোদেলা, বাঙ্গালা গবেষণা, আলেয়া বুক ডিপো, ইন্তামিন প্রকাশ, এপিপিএল, অক্ষর প্রকাশনী, শৈলী প্রকাশনী, তৃণলতা প্রকাশ, কাকলী, সেবা প্রকাশনী, চন্দ্রবতী একাডেমি, বাঁধন পাবলিবেশন্স, ছায়াবীথি, ইমন প্রকাশনী, প্রতিভা প্রকাশ, হাওলাদার প্রকাশনী স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
মেলা প্রাঙ্গণে অ্যাডর্ন পাবলিকেশন্সের প্রকাশক জাকির হোসেন যুগান্তরকে বলেন, ‘এবারের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের বিন্যাস ভালো হয়েছে। বাংলা একাডেমির পক্ষ থেকে কাজ দ্রুত শেষ করার বিষয়ে এক ধরনের তাগিদ লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি খুব ভালো ও গোছানো একটি বইমেলা হবে এবার।’
এদিকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার বাংলা একাডেমির ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়েছে। নতুন তালিকায় তিনজনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। তারা হলেন- মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।
মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে জানানো হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা ২৯শে জানুয়ারি, ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়: কবিতা: মাসুদ খানখ. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহাগ. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খানঘ.অনুবাদ: জি এইচ হাবীবঙ. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়াচ. বিজ্ঞান: রেজাউর রহমানছ. ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
এর আগে গত ২৩ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ ঘোষণা করা হয়। পরে পুরস্কারের তালিকায় থাকা কারও কারও সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় ২৫ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করা হয়। তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি।
এমআর