সৌদি আরবের তায়েফ শহর থেকে জিয়ারত শেষে মক্কায় ফেরার পথে ১২ বাংলাদেশি ওমরাহ যাত্রীর একটি কাফেলার দলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত হন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস তায়েফের ওয়াদি হালিমাসহ তায়েফের পবিত্রতম স্থান জিয়ারাহ শেষে পবিত্র নগরী মক্কা ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ১২ জন বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত হয়।
আহতরা হলেন- আব্দুল কাদির, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, মো. ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শওকত আরা, কাকলি আক্তার,সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার।
আহতদের মধ্যে সাহেরা খাতুন এবং জোসনা বেগম নামে দুইজন ওমরা যাত্রীর অবস্থা গুরুতর। উভয়ের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামে। তাদের তায়েফের কিং ফয়সাল হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
তথ্যে জানা যায়, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় পুলিশ এসে মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করে এবং আহতদের উদ্ধার করে তায়েফের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করেন এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষ হলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য যে, এসব ওমরাহযাত্রীরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের মক্কায় এসেছিলেন বলে জানা যায়।
এআই