মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত আব্দুল মান্নান খামারপাড়া গ্রামের মো. আলী মোল্যার পুত্র। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এলাকার একটি খামারের পাশে গলাকাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে এলাকায় খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিচয় জানতে পারেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী সময়ের কণ্ঠস্বরকে জানান, নিহত আব্দুল মান্নান ভাড়ায় মোটরসাইকেল চালাতো। হঠাৎ বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়ার খবর শুনে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। গলাকাটা অবস্থায় তাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। কেনো তাকে হত্যা করা হয়েছে এবিষয়ে এখনো কিছু জানান যায়নি। লাশ ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
এআই