এইমাত্র
  • প্রাথমিকের ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন গণশিক্ষা উপদেষ্টা
  • চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া
  • পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত
  • বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন ৮ মুক্তিযোদ্ধা
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    মা আইসক্রিম খেয়ে ফেলায় পুলিশ ডাকল ৪ বছরের শিশু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০১:৩২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০১:৩২ পিএম

    মা আইসক্রিম খেয়ে ফেলায় পুলিশ ডাকল ৪ বছরের শিশু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০১:৩২ পিএম

    মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মাউন্ট প্লিজেন্ট শহরে এক অদ্ভুত ও হাস্যকর ঘটনা ঘটেছে, যেখানে একটি ৪ বছরের শিশু ৯১১ নম্বরে ফোন করে জানায়, ‘আমার মা খারাপ কাজ করেছে এবং তাকে জেলে পাঠানো দরকার’ এবং তারপর ফোনটি কেটে দেয়।

    বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।

    মাউন্ট প্লিজেন্ট পুলিশ ৪ মার্চ এক বাড়িতে গিয়ে ছেলেটির সঙ্গে কথা বলে। প্রথমে ছেলেটি পুলিশকে জানায়, তার মা তার আইসক্রিম খেয়ে ফেলেছেন এবং তার মতে, মাকে জেলে পাঠানোই একমাত্র সমাধান।

    শিশুটির দাবি, মা তার আইসক্রিম খেয়ে ফেলে অন্যায় করেছেন এবং এজন্য সে ন্যায়বিচার চায়।

    তবে কিছুক্ষণ পর ছেলেটি তার মনোভাব পরিবর্তন করে বলে, এখন আর তাকে জেলে পাঠাতে চাই না, আমি শুধু আইসক্রিম চাই।

    পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাটি ছিল হাস্যকর হলেও, এতে শিশুদের ন্যায্যতা, সততার অনুভূতির প্রতিফলন ও আইনের প্রতি অগাধ বিশ্বাস এবং উদারতা প্রদর্শন করে।

    পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলেটির মনোভাব পরিবর্তন হওয়ার পর তাকে শান্ত করে এবং পরদিন বিশেষভাবে আইসক্রিম এনে তাকে উপহার দেয়।

    সিএনএন-এর কাছে পাওয়া অডিও রেকর্ডিং অনুসারে, ঘটনাটি যেভাবে ঘটেছে:

    : হ্যালো, এটি রেসিন কাউন্টি ৯১১। কি সাহায্য করা যায়?

    : আমার মা খারাপ কাজ করেছে।

    : ঠিক আছে, কী ঘটছে?

    : আমার মাকে ধরে নিয়ে এসো।

    : ঠিক আছে, কী ঘটছে?

    : মাকে ধরে নিয়ে এসো।

    : তুমি কি জানো তোমার - হাই, কী হচ্ছে?

    : ওহ, এই ছোট্টটি ফোনটি নিয়ে ফেলেছে, সে ৪ বছর বয়সি (মা)।

    : ঠিক আছে।

    : আর আমরা তাকে ধরতে চেষ্টা করছি কারণ সে বলেছিল ৯১১-এ ফোন করবে।

    : না - আমি পুলিশে ফোন করেছি এবং বলেছি, ‘আমার মাকে নিয়ে আসো... এবং তাকে জেলে পাঠিয়ে দাও।’ তো আমাকে একা থাকতে দাও।

    : আমি তার আইসক্রিম খেয়েছি, সম্ভবত এ কারণেই সে ৯১১-এ ফোন করেছে (মা)।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…