চীন আবারো মহাকাশ গবেষণায় এক নতুন সাফল্যের সাক্ষী হলো।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিয়ানপিং-৩এ ০২ উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে।
চীন আবারো মহাকাশ গবেষণায় এক নতুন সাফল্যের সাক্ষী হলো। আজ (৩ এপ্রিল) উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিয়ানপিং-৩এ ০২ উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে।
সকাল ১০টা ১২ মিনিটে (বেইজিং সময়) লং মার্চ-৬ ক্যারিয়ার রকেট আকাশে ছুটে যায়, বহন করে নিয়ে যায় এই বিশেষ উপগ্রহকে। কিছুক্ষণের মধ্যেই সেটি নির্ধারিত কক্ষপথে পৌঁছে যায়। এতে চীনের মহাকাশ অভিযানের ইতিহাসে যোগ হয় আরো এক নতুন অধ্যায়।
তিয়ানপিং-৩এ ০২ উপগ্রহ মূলত ভূমি-ভিত্তিক রাডার ও অপটিক্যাল সরঞ্জামের পরীক্ষার জন্য ব্যবহৃত হবে। এটি নিম্ন-কক্ষপথের মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণ ও আবহাওয়া বিশ্লেষণে সহায়তা করবে। পাশাপাশি, কক্ষপথের পূর্বাভাস মডেল উন্নত করার কাজেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লং মার্চ রকেট সিরিজের এটি ৫৬৮তম সফল উৎক্ষেপণ। প্রতিটি মিশনের সাথে চীন একেকধাপ এগিয়ে যাচ্ছে মহাকাশ গবেষণার পথে, উন্মোচন করছে নতুন সম্ভাবনার দুয়ার।
সূত্র : সিনহুয়া
এমআর