রাজশাহীর বাগমারায় ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ঝিকরা ইউনিয়নের রনসীবাড়ী বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত ঘাতক আমিনুল ইসলাম (২২) নিহত হন।
নিহত আব্দুর রাজ্জাক নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মাছ বিক্রেতা ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত আমিনুল ইসলাম একই উপজেলার ঝ্যোড়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় রনসীবাড়ী বাজারে মাছ বিক্রি শেষে একটি টিউবওয়েলের পানিতে হাত-পা ধুচ্ছিলেন রাজ্জাক। এ সময় হঠাৎ পাশের একটি কর্মকারের দোকান থেকে ধারালো ছুরি নিয়ে এসে আমিনুল তার বাম বুকের পাশে পরপর দু'বার ছুরিকাঘাত করে। এতে রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঝিকরা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ঘাতক আমিনুল রনসীবাড়ী গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করলেও উত্তেজিত জনতা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এক উপ-পরিদর্শকসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে জনতা ওই বাড়ির দরজা ভেঙে আমিনুলকে বের করে এনে পিটিয়ে হত্যা করে।
ঘটনার বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনআই