সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর আয়োজন ‘অটাম ২০২৫ টুর্নামেন্ট’। আগামী রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হবে টুর্নামেন্টটি, যা অনুষ্ঠিত হবে স্কোগাস র্যাকেটসেন্টারে।
ইভেন্টটি আয়োজন করছে স্থানীয় ক্রীড়া সংগঠন স্কোগাস র্যাকেটার্স। সহযোগিতায় রয়েছে স্টকহোম স্ম্যাশার্স ব্যাডমিন্টন ক্লাব (SSBC)। আর পৃষ্ঠপোষকতায় অংশ নিয়েছে একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় তিনটি বিভাগে পুরুষদের ডাবলস (A, B ও C ক্যাটাগরি), মহিলাদের ডাবলস এবং শিশুদের ডাবলস বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নিতে স্থানীয় ও প্রবাসী বাঙালি খেলোয়াড়দের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য কাইজার, শেলি, ওমর ও রবিন জানিয়েছেন, প্রবাসী বাঙালি খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক দলকে পেশাদার আম্পায়ারের তত্ত্বাবধানে খেলার সুযোগ দেওয়া হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই প্রতিযোগিতা শুধু ব্যাডমিন্টনপ্রেমীদের মিলনমেলা হিসেবেই নয়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতির বন্ধনকে আরও শক্তিশালী করবে।
এসকে/আরআই