নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ বছরের শিশু কে রেখে একই ওড়নায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে শেখ সাহেবের বাড়ির এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সাব্বির মিয়া (৩২) ও তার স্ত্রী নিহত সিনথিয়া বেগম (১৯)। তাদের তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে, সে ঘটনার সময় ঘরে উপস্থিত ছিল।
স্থানীয়রা জানান, সকালে ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, স্বামী-স্ত্রী একই ওড়নায় ফাস দেওয়া অবস্থায় ঝুলছে। পাশে মেঝেতে কান্না করছিল তাদের ছোট ছেলে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাদান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে পারিবারিক কলহের কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের বক্তব্য। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত
চলছে।
এনআই