এইমাত্র
  • ৪৬ আসনে এনসিপির প্রার্থী প্রায় চূড়ান্ত
  • নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: শফিকুর রহমান
  • যে কারণে ঝুলে গেল পে স্কেল
  • দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ: রাস্তায় পড়ে আছে ছিন্ন-ভিন্ন মরদেহ
  • সিরিয়ায় আল-শারাকে আইএসের হত্যাচেষ্টা
  • বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
  • দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি
  • নৈরাজ্য করলে রাজপথেই আ. লীগকে ধোলাই দেয়া হবে: রাশেদ খাঁন
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • আজ মঙ্গলবার, ২৬ কার্তিক, ১৪৩২ | ১১ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম

    মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম

    চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা মাষ্টার জাহিদ ও জহির নামে দুজন আহত হয়েছেন। এছাড়াও হামলা করতে গিয়ে আহত হয়েছেন হুমায়ূন কবির নামের বিএনপির এক কর্মী।

    শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার হিঙ্গুলী বাজারের পূর্ব হিংগুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স মাদ্রাসা ও মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

    জানা গেছে, হিঙ্গুলী এলাকায় একটি সামাজিক ঝগড়া মীমাংসার লক্ষ্যে বাদ আসরের পর বৈঠক করার জন্য সমাজের সকলে উপস্থিত থাকার কথা ছিল এবং এলাকাবাসীকে দাওয়াত দেওয়াসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু আসরের নামাজের পর বৈঠকের ঠিক আগে হিঙ্গুলী বাজারের মুদি দোকানদার ও বিএনপি নেতা হুমায়ূনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের চার-পাঁচজনের একটি টিম জাহিদ, মহিউদ্দিন, দিদার মহাজনহাট কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ২নং হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার মোহাম্মদ জাহিদের উপর হামলা চালায়। মাষ্টার জাহিদকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন সাইবেনিরখিল আল-ইকরাম মাদ্রাসার সহকারী শিক্ষক জহির উদ্দিন। সংঘর্ষে হামলাকারীদের মধ্যে বিএনপি কর্মী হুমায়ূন কবিরও আহত হন।

    এবিষয়ে অভিযুক্ত বিএনপি কর্মী হুমায়ূন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, 'তাদের উপর আগে হামলা করা হয়।'

    আহত জামায়াত নেতা মাষ্টার মোহাম্মদ জাহিদ বলেন, 'হিঙ্গুলী মোড়ের ফার্নিচার দোকানদার ও বিএনপি কর্মীদের মধ্যে ফার্নিচার সংক্রান্ত কথাকাটাকাটির জেরে আমাকে দোষারোপ করা হয়। শুক্রবার জুমার নামাজের সময় কিছু বিষয়ে আমি বারণ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি ও বাঁশ নিয়ে আমার উপর হামলা চালায়। আমাকে রক্ষা করতে গিয়ে আমার চাচাতো ভাই মাষ্টার জহির উদ্দিনও আহত হন।'

    জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন জানান, আহত জহির উদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং মাষ্টার জাহিদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ আসামীদের বিষয়ে ব্যবস্থা না নিলে সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

    জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম বলেন, 'হিঙ্গুলীতে সংঘর্ষের ঘটনায় আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে। এবিষয়ে উপয় পক্ষ অভিযোগ দিয়েছে।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…