এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নুরের আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘হোল্ড’

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম

    নুরের আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘হোল্ড’

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম

    আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই আসনেই নির্বাচনে অংশ নিচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।

    সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন মনোনয়ন পেয়েছেন। তবে পটুয়াখালী-২ (বাউফল) ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।

    দলীয় সূত্রে জানা গেছে, ওই দুই আসনে শরিক দল ও প্রভাবশালী প্রার্থীদের উপস্থিতি এবং একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় কেন্দ্রীয়ভাবে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত দুই আসনের মধ্যে পটুয়াখালী-২ আসনে, এনসিপি প্রার্থী মুজাহিদুল ইসলাম শাহিন ও জামায়াতে ইসলামী নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এবং পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ইতিমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া বিএনপির রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। ফলে আসন দুটি আপাতত ফাঁকা রেখেছে দল।

    খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালী-৩ আসনে মাঠে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আবু বকর সিদ্দিক। এছাড়াও আলোচনায় রয়েছেন বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি শাহজাহান খানের পুত্র ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান এবং সাবেক এমপি গোলাম মাওলা রনি। সব মিলিয়ে পটুয়াখালী-৩ আসন নিয়ে এখন চলছে তীব্র হিসাব-নিকাশ। স্থানীয় ভোটারদের মধ্যে চলছে আলোচনা কে হচ্ছেন এই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী?

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নূরের এলাকায় বিএনপির প্রার্থী ঘোষণা না দেওয়াকে ‘কৌশলগত সিদ্ধান্ত’ হিসেবে দেখা যেতে পারে। দলটি জোট ও আসন সমন্বয়ের প্রক্রিয়া শেষ করে পরবর্তী ধাপে বাকি আসনগুলোর প্রার্থী ঘোষণা করবে বলে জানা গেছে। আর গণ অধিকারের সাথে দলীয় জোট হলে বিএনপির আসনটি নুরুল হক নুরকে ছেড়ে দিতে পারে।

    এদিকে প্রার্থী ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার আইডি থেকে নেতাকর্মীদের আশংকামুক্ত ও ধৈর্য্যধারণের আহ্বান জানিয়েছেন। তিনি নেতাকর্মীদের আশাহত না হতে বলেছেন। অন্যদিকে নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শিপলু খান।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…