এইমাত্র
  • তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা
  • টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
  • দিল্লি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলছে ভারত
  • থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের ফের পাল্টাপাল্টি হামলা, নিহত ১
  • রেলওয়ের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার
  • পেরুতে সড়ক থেকে গভীর খাদে বাস, নিহত অন্তত ৩৭
  • ইসরায়েলি সেনাদের যৌন নির্যাতনের ভয়াবহতা বর্ণনা করলেন ফিলিস্তিনি নারী
  • গাজায় এক মাসেই ২৮২ বার যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল
  • গণ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির নির্দেশনা অমান্য করে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত
  • ফ্যাসিবাদী শক্তি দেশেকে অস্থিতিশীল করছে: ভিপি নূর
  • আজ বুধবার, ২৮ কার্তিক, ১৪৩২ | ১২ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ময়মনসিংহ-৩ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ 

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

    ময়মনসিংহ-৩ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ 

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

    ময়মনসিংহ -৩ সংসদীয় আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নাম ঘোষণার পর বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে গৌরীপুর পৌর শহর। মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণের সমর্থক শত শত নেতা-কর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে।

    মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় গৌরীপুর জংশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেন প্রায় ৪০ মিনিট আটকে রেখে বিক্ষোভ করেন তারা। এদিকে এ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

    প্রসঙ্গত, সোমবার এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নাম ঘোষণা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাত ৮টার দিকে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ করেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থক নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গৌরীপুর জংশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর হাওর এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট আটকে রেখে বিক্ষোভ করেন তারা। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে রেললাইন থেকে অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা ঘোষণা দেন আগামী ২৪ ঘন্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি আদায় করা হবে।

    গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম সাংবাদিকদের জানান- বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস জানান, বিগত ১৭ বছর আহাম্মদ তায়েবুর রহমান হিরণ রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে একাধিকবার জেল খেটেছেন। ঘোষিত মনোনয়ন পরিবর্তন না হলে বিক্ষোভ ও কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। প্রয়োজনে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।

    আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাঈদা মাশরুর বলেন, "আমার স্বামী গত ১৭ বছর রাজপথে ছিলেন, শতাধিক মামলার আসামী হয়েছেন। কোনদিন বাসায় ঘুমাতে পারেননি। আমি জেলখানা-কোর্টে দৌড়াদৌড়ি করেছি। আমার মেয়ে তার বাবার সান্নিধ্য পায়নি। আমি ও আমার মেয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছি আর আমার স্বামী জেলখানাতে ছিল। ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে আমার স্বামীর যে ত্যাগ সেই ত্যাগের মূল্যায়নের দাবী জানাচ্ছি।"

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…