আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রামের ১৬টি নির্বাচনী আসনের মধ্যে ১০টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।
তবে চট্টগ্রাম-১৫ এর মতো গুরুত্বপূর্ণ আসনে কোনো প্রার্থী দেয়নি তারা। আর তাতেই রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে ধারণা করছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, রাজনৈতিক কৌশলগত কারণেই দলটি এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। এতে করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে এই আসনে সমঝোতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরী হয়েছে।
এদিকে সামজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ এই আসন থেকে নির্বাচন করতে পারেন। অপরদিকে বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি।
স্থানীয়রা মনে করছেন, এ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফের জন্য রাখা হতে পারে। এ ধরনের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত প্রার্থী তালিকায় কোনো প্রার্থী ছিলো না চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে।
জানা গেছে, এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন এবং সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন।
বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় এ আসনে কোনো প্রার্থীর নাম না থাকা নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ভবিষ্যতে জোট গঠনের চিন্তা থেকেই চট্টগ্রাম-১৫’তে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে ধারণা করছেন স্থানীরা। অপরদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপি হয়ত কৌশলগত কারণেই এই আসনটি খালি রেখেছে।
দলের প্রার্থী ঘোষণা করার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, তারা বাকিগুলো আসনগুলোতে প্রার্থী দিতে পারেন বা আমরাও দিতে পারি। আমরা প্রয়োজনে যে কোনো সময় এই তালিকা পরিবর্তন করতে পারব।’
বিএনপি মহাসচিবের এ মন্তব্যের প্রেক্ষিতে এ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোবাইরুল হাসান আরিফের নাম বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালেও এ আসনটি জোটসঙ্গীদের ছেড়ে দিয়েছিল বিএনপি। সেবার চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে লড়েছিলেন জামায়াতে ইসলামীর নেতা আ ন ম শামসুল ইসলাম।
এসএম