বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেওয়ায় তার কর্মী ও সমর্থকরা রেলপথ অবরোধ করে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা উপজেলা সদরের প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে দীর্ঘ সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশনে এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে।
অবরোধ চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মোবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। তিনি সবসময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর ভূঁইয়াকে।
মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে এই আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করা হবে বলেও হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পরে, প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।
আরডি