দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩ নভেম্বর ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক ঘটনা রোধে বন্দরের প্রবেশপথে পরিচয়পত্র যাচাই ও ব্যাগ তল্লাশি বাধ্যতামূলক করা হয়েছে।
বেনাপোল বন্দরে ৩৪টি পণ্যাগার ও কার্গো টার্মিনালে প্রায় ২ লাখ মেট্রিক টন পণ্য সংরক্ষিত থাকে, যার বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা। নিরাপত্তার জন্য ১৬৩ জন আনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফার ১২৯ জন কর্মী এবং আর্মড ব্যাটালিয়নের ৪০ জন সদস্য দায়িত্বে রয়েছেন। এছাড়া বন্দরে ৩৭৫টি সিসি ক্যামেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, এখন পর্যন্ত নাশকতার কোন সরাসরি তথ্য নেই। তবে সজাগ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনও ধরনের নাশকতা ঘটতে না পারে।
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, রাজনৈতিক অস্থিরতায় বন্দরে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, যাতে দূর্বৃত্তরা নাশকতা ঘটাতে না পারে।
এনআই