ঢাকার কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে কাওরান বাজার থেকে শাহবাগগ্রামী একটি মোটরসাইকেল থেকে সার্ক ফোয়ারার দিকে লক্ষ্য থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এটি কলাবাগান থানা এলাকায় পড়েছে। বিস্তারিত তারা বলতে পারবে।
এদিকে কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘এটা আমাদের থানা এলাকা না। সার্ক ফোয়ারা তেজগাঁও থানা এলাকা।
এফএস