কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পরদিন এক বিভাটেক রিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ নদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে কটিয়াদী উপজেলার পাশ্ববর্তী বেলাবো থানার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশীদ (৩৮) কটিয়াদীর লোহাজুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাঝি বাড়ি মহল্লার আব্দুল আউয়ালের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। পাশের সড়ক থেকে কিছুটা দুরত্বে নদের পাড়ে মৃতদেহটি পড়ে ছিলো। এ সময় লাশের পাশে মাছ শিকারের একটি বরশী ছিলো। মাথায় ধারালো কোন অস্ত্রের আঘাত এবং চোখ ওপড়ানো দেখতে পান লোকজন। সড়কের পাশে একটি বিভাটেক রিকশা পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।
পরিবারের বরাতে নিহতের মামাতো ভাই বিল্লাল বলেন, ‘নিহত আব্দুর রশীদ পেশায় বিভাটেক রিকশা চালাতেন এবং গ্রামে নানা শ্রমজীবীর কাজ করতেন। তার মাছ শিকারের নেশাও ছিলো। অধিকাংশ সময় রাতে রিকশা চালাতেন। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বিভাটেক রিকশা নিয়ে বের হয়ে গভীর রাতেও বাড়িতে না আসায় ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে লোকমুখে সংবাদ পেয়ে গিয়ে পাশ্ববর্তী এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে তার মৃতদেহ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন জানান, স্থানীয় লোকজনের সংবাদে পুলিশ গিয়ে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ইখা