রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় আজ সকালে বিরল এক পরিস্থিতির সৃষ্টি হয় যখন একটি প্রাপ্তবয়স্ক সিংহী হঠাৎ করে প্রধান খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসে। ঘটনার পরপরই চিড়িয়াখানার ভেতর ও বাইরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, সকাল ৯টার দিকে রুটিন পরিষ্কার–পরিচ্ছন্নতার সময় অজ্ঞাত কারণে সিংহীর সুরক্ষাব্যবস্থার একটি অংশ খুলে যায়। মুহূর্তেই প্রাণীটি খাঁচার বাইরে চলে আসে। নিরাপত্তাকর্মীরা দর্শনার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পুরো এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়।
প্রায় এক ঘণ্টা টানা চেষ্টার পর বিশেষজ্ঞ টিম ট্রাঙ্কুলাইজার ব্যবহার করে সিংহীটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে নিরাপত্তা নিশ্চিত করে তাকে পুনরায় মূল খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়।
চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন,“দর্শনার্থীদের নিরাপত্তা ছিল আমাদের প্রথম অগ্রাধিকার। সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। ঘটনাটি কীভাবে ঘটল তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।”
এদিকে, ঘটনাটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই চিড়িয়াখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি; তবে চিড়িয়াখানা আজ দিনের বাকি সময় আংশিকভাবে বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে।
এনআই